
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সামরিক তোড়জোড়ে সীমান্তে যুদ্ধের বাতাবরণ। পাল্টা এসেছে পারমাণবিক বোমা হামলার হুঁশিয়ারিও। এই পরিস্থিতিতে বিপাকে পাকিস্তান। উত্তেজনা তুঙ্গে ওঠায় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থার উড়ান।
যেসব আন্তর্জাতিক বিমান সংস্থা পাক আকাশসীমা এড়িয়ে চলাচল করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- এয়ার ফ্রান্স এবং জার্মানির লুফথানসা।
সংবাদ সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে লুফথানসা গ্রুপ জানিয়েছে, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে উড়ানগুলি।' যদিও এই সিদ্ধান্তের ফলে এশিয়ার কিছু রুটে উড়ান যাতায়াতের সময় দীর্ঘ হবে এবং ব্য়য় বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। ফথানসা গ্রুপ ভারত-পাক সম্পর্ক ও ঘটনাগুলি নজরে রাখছে বলেও স্পষ্ট করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে, ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস এবং এমিরেটসের কিছু ফ্লাইট আরব সাগরের উপর দিয়ে ভ্রমণ করার পরে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে উত্তর দিল্লির দিকে মোড় নিয়েছে।
তবে এই পদক্ষেপ নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ এবং এমিরেটস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
ভারপত-পাক দ্বৈরথের কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান সংস্থাটি পাকিস্তানের আকাশসীমার উপর দিয়ে বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।'
বিমান সংস্থাটি জানিয়েছে যে, দিল্লি, ব্যাংকক এবং ভিয়েতনামের হো চি মিনের মতো গন্তব্যস্থলগুলিতে যাওয়ার ক্ষেত্রে বিমানের সময়সূচী এবং বিমান পরিকল্পনা পরিবর্তন করা হচ্ছে, যার ফলে বিমান যাত্রার সময় আরও বেশি হবে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্য অনুসারে, দীর্ঘ রুট হওয়ার দরুন রবিবার লুফথানসার LH760 বিমানটিকে প্রায় এক ঘন্টা বেশি উড়তে হয়েছিল।
একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে বয়কট করায় ইসলামাবাদের আয় কমতে পারে।
গত মাসে কাশ্মীরের পহেলগাঁওতে মারাত্মক সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপের পর পরই ইসলামাবাদ ভারতের সব বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করেছিল। একই পদক্ষেপ করছে দিল্লিও। তবে উভয় দেশই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে।
এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?
ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালন?
আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে
মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে
তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে
যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য
১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?
চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?
'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির
পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের
'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি
সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন